গণতন্ত্র রক্ষায় চাই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন : ববি হাজ্জাজ

চট্টগ্রাম প্রেসক্লাবে আলোচনা সভায় বক্তব্য রাখছেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ।

চট্টগ্রাম : দেশে আজ গণতন্ত্র নেই, ভোটের অধিকার নেই। আর দেশ ও জনগণের কল্যাণে সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের
বিকল্প নেই। তাই গণতন্ত্র রক্ষায় আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। আশা করি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিবেন।

মঙ্গলবার (৯ অক্টোবর) সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাবে জাতীয় গনতান্ত্রিক আন্দোলনের অঙ্গ সংগঠন যুব, ছাত্র গণতান্ত্রিক আন্দোলনের উদ্যোগে এক আলোচনা সভায় জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ তার বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেজামে ইসলামীর চেয়ারম্যান মুফতি এজহারুল ইসলাম, বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক ড. অধ্যক্ষ আনোয়ার হোসেন মানিক, নির্বাহী কমিটির সদস্য নাইজেল গেব্রিয়েল মেন্ডিস, কেডিএন, যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি লায়ন নুরুজ্জামান হীরা, কেন্দ্রীয় যুব আন্দোলনের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, চট্টগ্রাম মহানগর যুব আন্দোলনের আহবায়ক সাইফুর রহমান সুমন, যুব আন্দোলনের মহানগর সদস্য সচীব অধ্যক্ষ এম সাইফুল্লাহ মনির, কক্সবাজার যুব আন্দোলনের সদস্যসচীব এডভোকেট সাইফুদ্দিন খালেদ, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মো. ইসমাইল হোসেন,
ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাসুদ রানা জুয়েল এবং জাতীয় গনতান্ত্রিক আন্দোলনের ছাত্র,
যুব, মহানগর নেতৃবৃন্দ প্রমূখ।

শেয়ার করুন