[caption id="attachment_32085" align="aligncenter" width="720"]
কক্সবাজারে ট্রাক চাপায় শ্রমিক নিহত[/caption]
কক্সবাজারের টেকনাফে সড়কে একটি গাড়ি ধোঁয়া-মুছার সময় ট্রাক চাপায় এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। ঘাতক ট্রাক এবং মৃতদেহ পুলিশ হেফাজতে রয়েছে।
জানা যায়, ১০ অক্টোবর সকালে টেকনাফ পৌর ষ্টেশন হতে একটি ট্রাক (কক্সবাজার-ট-১১-০১০৫) বাস টার্মিনালে যাওয়ার পথে টেকনাফ পলী বিদ্যুৎ গেইট সংলগ্ন হারুন ভাতঘরের নিকট এলে একটি নোহা (চট্টমেট্টো-চ-১১-৫৬৯০) ধোঁয়া-মুছারত অবস্থায় টেকনাফ ৮নং ওয়ার্ডের শীলবনিয়া পাড়ার মোহাম্মদ ইয়াকুবের পুত্র মোহাম্মদ ইসমাঈল (৪০) কে চাপা দিলে ঘটনাস্থলে মারা যায়।
ইসমাঈলের মাথা ফেটে মগজ বেরিয়ে যায়। নৃশংস এই ঘটনার খবর পেয়ে টিএসআই আব্দুর রব এবং এসআই জামশেদ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করেন। এই ট্রাকের মালিক সাবেক জেলা মটর-শ্রমিক নেতা এডভোকেট জহিরুল হকের বলে জানা যায়। এদিকে টেকনাফ মালিক-শ্রমিক কর্তৃপক্ষ ঘাতক ট্রাক চালককে নিজেদের হেফাজতে রেখেছে বলে জানা গেছে।
এবিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ রনজিত কুমার বড়ুয়া জানান, জনতার সহায়তায় ট্রাক আটক করে লাশটি হেফাজতে নেওয়া হয়েছে।
ঘাতক চালক ট্রাক-শ্রমিক হেফাজতে রয়েছে। তবে মৃতদেহ আইনী প্রক্রিয়ায় পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত