জনস্বার্থে বিনা শুল্কে আমদানি হচ্ছে এক কোটি ডলার

অগ্রিম আয়কর পরিশোধ সাপেক্ষে জনস্বার্থে এবং শর্তসাপেক্ষে শুল্কমুক্ত সুবিধায় এক কোটি ডলারের নোট আমদানি করতে পারবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) এক বিশেষ আদেশে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মাধ্যমে এক কোটি ডলারের নোট আমদানির অনুমতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সাম্প্রতিক সময়ে দেশে নগদ ডলারের কিছুটা সংকট তৈরি হয়েছে। এ কারণে মুদ্রাবাজারে টাকার বিপরীতে ডলারের দামও বেড়েছে। বিশেষ করে গত নভেম্বরে ভারতীয় ৫০০ ও ১০০০ হাজার রুপির নোট বাতিলের পর ভারতগামীরা রুপির পরিবর্তে ডলার নেওয়ায় বাংলাদেশের বাজারে ব্যাপক সংকট তৈরি হয়। তখন ডলার আমদানির বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

এনবিআরের চিঠিতে বলা হয়েছে, বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখা ও ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সুপারিশের প্রেক্ষাপটে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মাধ্যমে ৫০ লাখ ডলার করে দুই ধাপে এক কোটি ডলার আমদানি করা যাবে। এ জন্য প্রযোজ্য শুল্ক-করাদি শর্ত সাপেক্ষে মওকুফ করা হয়েছে। ৭টি শর্তের মধ্যে রয়েছে_ ডলার আনার পর সহকারী কমিশনারের নিচে নন এমন একজন কর্মকর্তার উপস্থিতিতে তা পরীক্ষা করাতে হবে। শুল্ক মূল্যায়ন ও এইচএস কোডা শুল্কায়ন করাতে হবে। শুল্কায়নের আগে ঘোষণা সঠিক রয়েছে কি-না তা নিশ্চিত হতে হবে। একই সঙ্গে আমদানি নীতি আদেশে প্রযোজ্য শর্ত পরিপালন, কাস্টমস থেকে ডলারের নোট বাংলাদেশ ব্যাংকের ভল্টে নেওয়া, আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের অনাপত্তি নিতে হবে। এ ছাড়া আমদানি করা ডলারের কোনো অর্থ চুরি বা খোয়া গেলে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক প্রযোজ্য শুল্ক করাদি পরিশোধে বাধ্য থাকবে।

সংশ্লিষ্টরা জানান, এনবিআরের বিদ্যমান নীতিমালা অনুযায়ী নগদ ডলার আমদানিতে কর ও ভ্যাট বাবদ ৩৭ শতাংশ হারে শুল্ক পরিশোধ করতে হয়। তবে এমন দামে ডলার এনে দেশের বাজারে বিক্রি করতে হলে লোকসান দিতে হবে। এমন প্রেক্ষাপটে কর মওকুফ সুবিধায় ডলার আমদানির অনুমতি চেয়ে ২০১৫ সালের নভেম্বরে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। ওই সময় বাজারে নগদ ডলারের সংকট বিবেচনায় কর মওকুফের সুপারিশ করে এনবিআরে চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক। পরে কয়েক দফা চিঠি এবং বিষয়টি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, এনবিআরসহ বিভিন্ন সংস্থার মধ্যে একাধিক বৈঠকের পরও দীর্ঘ দিন তা ঝুলে ছিল।

শেয়ার করুন