[caption id="attachment_32177" align="aligncenter" width="720"]
পাহাড়ে দক্ষতার সাথে কাজ করছে সেনাবাহিনী : লেঃ কর্ণেল আরাফাত[/caption]
শংকর চৌধুরী (খাগড়াছড়ি) পাহাড়ে সম্প্রীতি সুদৃঢ় করতে দক্ষতার সাথে কাজ করছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১১ অক্টোবর) বিকেলে খাগড়াছড়ি সদর জোনে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলার বিভিন্ন মন্দিরে আর্থিক সহায়তা প্রদানকালে এ কথা বলেন খাগড়াছড়ি সদর জোন কমান্ডার ‘লেঃ কর্ণেল মোহাম্মদ আরাফাত হোসেন পিএসসি।
তিনি বলেন, এ অঞ্চলে বসবাসরত জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলেমিশে সহবস্থানে থেকে জীবন যাপন করতে পারে সে লক্ষে, আইন-শৃংখলা রক্ষার পাশাপাশি পাহাড়ের প্রত্যন্ত এলাকায় গরীব, দুস্থ্যদের মাঝে স্বাস্থ্য সেবা, বিনামুল্যে ঔষধ বিতরণসহ যে কোন জনসংটে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বাংলাদেশ সেনাবাহিনী।
[caption id="attachment_32178" align="aligncenter" width="720"]
পাহাড়ে দক্ষতার সাথে কাজ করছে সেনাবাহিনী : লেঃ কর্ণেল আরাফাত[/caption]
একে অপরের ধর্মকে শ্রদ্ধাবোধ করাসহ সাম্প্রদায়িকতার বন্ধনকে আরো বৃদ্ধি করার লক্ষ্যে ভবিষ্যতেও সদর জোন কর্তৃক এ ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান, ‘লেঃ কর্ণেল মোহাম্মদ আরাফাত হোসেন পিএসসি’।
এসময়, তিনি খাগড়াছড়ি সদরের শ্রী শ্রী রক্ষাকালী মন্দির, পানছড়ি সদর,বাম্বুপাড়া, আদি ত্রিপুরা পাড়া, ৫ মাইল, ছোট গাছবান ও ঠাকুরছড়া শিব মন্দিরসহ বিভিন্ন শারদীয় দুর্গোৎসব ২০১৮ইং উদযাপন কমিটির সভাপতি ও সম্পাদকদেরকে সগদ আর্থিক সহযোগিতা প্রদান করেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত