
চট্টগ্রাম : নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর রেলক্রসিং এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। পালিয়ে গেছে অন্য আরেকজন। নিহতের নাম অসীম রায় বাবু। তার স্থায়ী ঠিকানা বাঁশখালীর পূর্ব চাম্বল গ্রামে হলেও বর্তমানে তিনি নাজিরপাড়ার তুলা ফ্যাক্টরি রোডের এসকে ম্যানশনে থাকতেন। নিহত অসীমের বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। তিনি একজন মাদকবিক্রেতা।
র্যাব জানিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে দুপক্ষের গুলাগুলিতে র্যাবের দুই কর্মকর্তা ও দুই সদস্য আহত হয়েছেন।
র্যাব-৭ চট্টগ্রামের এএসপি কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, মাদকবিক্রেতারা মুরাদপুর এলাকা দিয়ে আসছে, এমন খবর পেয়ে র্যাব ওই এলাকায় তল্লাশি অভিযান চালায়।
‘সেই সময় মুরাদপুর থেকে অক্সিজেন মোড়ের দিকে আসতে থাকা নীল রঙের একটি ব্যক্তিগত গাড়িকে থামার সংকেত দেয় র্যাব। সংকেত পেয়ে গাড়ি থেকে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে র্যাবের চার সদস্য আহত হন। জবাবে র্যাবও পাল্টা গুলি ছোড়ে।’
তারেক আজিজ বলেন, একপর্যায়ে গাড়িতে থাকা কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হন। গোলাগুলির ঘটনার পর ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করে র্যাব। পরে লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত