বিএনপি ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকারে বিশ্বাসী : ডা. শাহাদাত

বিএনপি ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকারে বিশ্বাসী : ডা. শাহাদাত
বিএনপি ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকারে বিশ্বাসী : ডা. শাহাদাত

চট্টগ্রাম : মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপি ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকারে বিশ্বাসী। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। ধর্ম যার যার রাষ্ট্র সবার। হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ও মুসলিম আমাদের সকলের একটাই পরিচয়, আমরা সকলেই বাংলাদেশী।

শুক্রবার (১২ অক্টোবর) বেলা ৩টায় নাসিমনভবনস্থ দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরাম চট্টগ্রাম মহানগরের উদ্যোগে চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের আওতাধীন বাকলিয়া-কোতোয়ালী-চকবাজার থানা এলাকার সনাতন ধর্মালম্বীদের মাঝে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের বাকলিয়া-কোতোয়ালী-চকবাজার এলাকার সনাতনী ভাইবোনদের উদ্দেশ্যে বলেন, বিএনপি স¤প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। আমাদের দেশনেত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া জেলা খানা থেকেই আপনাদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। আপনাদের পূজা পর্বনে অতীতের ন্যায় আমরা আপনাদের পাশে যেভাবে ছিলাম এখনো আছি, আগামীতেও থাকবো।

ডা. শাহাদাত হোসেন শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে উপহার সামগ্রী বিতরণকালে সনাতনী ভাইবোনদের শারদ শুভেচ্ছা জানান এবং তাদের সাথে কুশল বিনিময় করেন।

বিএনপি ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকারে বিশ্বাসী : ডা. শাহাদাত

চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরাম এর সভাপতি রাজীব ধর তমালের সভাপতিত্বে এবং হিন্দু ছাত্র ফোরাম নেতা বিপ্লব চৌধুরীর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম সম্পাদক গাজী সিরাজ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সহ-আইন বিষয়ক সম্পাদক এডভোকেট নেজাম উদ্দিন খান, বিএনপি নেতা তৌহিদুস সালাম নিশাদ, ডা. নিবির, সোহেল চৌধুরী, ফয়েজ তারেক, আবদুস সবুর মাসুম, হিন্দু ফোরাম নেতা রূপক মলি­ক, সঞ্জয় ধর, বাপ্পি দেয়, বিশ্বজিৎ চক্রবর্তী, জীবন মিত্র রাজ, রনি দাশ, নয়ন দাশ, প্রাপ্ত বাসক, সজীব দত্ত, নয়ন নাথ, রতন দাশ প্রমুখ। উল্লেখ্য, চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের বাকলিয়া-বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর নাসিমন ভবন, নূর আহম্মদ সড়ক, কাজির দেউরি, চট্টগ্রাম।

কোতোয়ালী-চকবাজার এলাকায় শারদীয় দূর্গাফুজা উপলক্ষে ৫ শতাধিক সনাতনী সম্প্রদায়ের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়।

শেয়ার করুন