[caption id="attachment_32258" align="aligncenter" width="640"]
আব্দুল আরিফ রাঙ্গা[/caption]
নওগাঁর রাণীনগরে প্রায় ২৮ কেজি ওজনের কষ্টি পাথরের গণেশ মূর্তিসহ স্থানীয় আওয়ামীলীগ নেতা আব্দুল আরিফ রাঙ্গা (৪৬) কে আটক করেছে বিজিবি। তিনি ওই এলাকার আজিম উদ্দিনের ছেলে এবং রাণীনগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক।
শনিবার (১৩ অক্টোবর) বিকালে উপজেলার বেতগাড়ী গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে বিজিবি-১৬ নওগাঁর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল খাদেমুল বাসার জানান।
খাদেমুল বলেন, কষ্টি পাথরের একটি মূর্তি বিক্রির জন্যে রাঙ্গা তার বাড়িতে রেখেছেন খবর পেয়ে তারা সেখানে অভিযান চালান। এ সময় আটাশ কেজি আড়াইশ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরের গণেশ মূর্তি উদ্ধার এবং রাঙ্গাকে আটক করা হয়।মূর্তিটির বাজারমূল্য আনুমানিক ২৮ লাখ ২৫ হাজার টাকা।
রাঙ্গাকে রাতেই নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আর আইনী প্রক্রিয়া শেষে কষ্টি পাথরের মূর্তিটি প্রত্নতাত্ত্বিক জাদুঘরে হস্তান্তর করা হবে বলে বিজিবির এ কর্মকর্তা জানান।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত