পল্লী বিদ্যুৎ সমিতিতে চুক্তিভিত্তিক কর্মীদের নিয়মিতকরণের দাবি

সুনামগঞ্জে কর্ম বিরতী করছে পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার কাম ম্যাসেঞ্জারেরা। সারা দেশের ন্যায় সুনামগঞ্জেও এই কর্মসূচি পালন করছে তারা।

রবিবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়। এসময় তারা বিভিন্ন দাবী আদায়ের লক্ষ্যে পল্লীবিদ্যুতের অফিসের সামনে বিক্ষোভ মিছিল মানববন্ধনে বক্তব্য দেয়।

এ সময় বক্তব্য রাখেন মোঃ জাহিদ মোল্লা আহবায়ক, আজিজুল হক বাদশা, অডিয়াল খান প্রমুখ।

এ বিষয়ে সুনামগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানাজার অখিল কুমার সাহা বলেন, এদের নিয়মিত করার কোন সুযোগ নেই যেহেতু তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার কাম ম্যাসেঞ্জার চুক্তিভিত্তিক পদে চাকুরী নিয়মিতকরন করতে হবে অভিজ্ঞতাসম্পন্ন সনদধারীদের পুনঃবহাল করতে হবে অন্যথায় আরো কঠোর কর্মসূচি নেওয়া হবে।