[caption id="attachment_32304" align="aligncenter" width="720"]
হালিশহরে দূর্গাপূজায় বর্ণাঢ্য র্যালী[/caption]
চট্টগ্রাম : নগরীর পাহাড়তলী থানা শাখার সনাতন বিদ্যার্থী সংসদ এর উদ্যোগে দূর্গাপূজা উপলক্ষে মণ্ডপে মণ্ডপে সাত্ত্বিক পূজার আহবানে এক বর্ণাঢ্য শারদ যাত্রা ও র্যালী বের করা হয়।
সোমবার (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে পাহাড়তলী থানায় দক্ষিণ কাট্রলী সারস্বত কুটির বাড়ি দূর্গা মন্দির হতে র্যালী শুরু হয়ে বণিক পাড়া, উত্তর নাথ পাড়া, ফইল্যাতলী বাজার, জেলে পাড়া হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার কুটির বাড়ি দূর্গা মন্দিরে গিয়ে শেষ হয়।
সনাতন ধর্মাবলম্বীদের এই শারদ যাত্রা র্যালীতে অংশ গ্রহণ করেন নিটু চৌধুরী সভাপতি পূজা কমিটি পাহাড়তলী থানা, শশী মোহন রায় সহ সভাপতি, সাধারণ সম্পাদক অনিক মজুমদার, সম্পাদক তমালদাশ সহ অনেকে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত