চকরিয়া নৌকার পক্ষে ছাত্রনেতা বোরহান-মুন্নার লিফলেট বিতরণ

চকরিয়া নৌকার পক্ষে ছাত্রনেতা বোরহান- মুন্নার লিফলেট বিতরণ

কক্সবাজার ১ (চকরিয়া -পেকুয়া) আসনে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে আগাম নির্বাচনী প্রচার প্রচারনা চিলিয়েছেন চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সহসভাপতি ছাত্রনেতা মো, বোরহান উদ্দিন এবং উপ দপ্তর সম্পাদক ইয়াছিন আরাফাত মুন্না।

মঙ্গলবার (১৬ অক্টোবর) সারাদিন চকরিয়া পৌরশহরের পুরাতন বাসষ্টেশন চিরিঙ্গা, নিউ মার্কেট , লামার চিরিঙ্গা বাইতুশরফ রোড়সহ শহরের বেশ কিছু আবাসিক এলাকায় নৌক্ প্রতীকের পক্ষে তারা লিফলেট বিতরন করেন ।

ছাত্রনেতা বোরহান বলেন, স্বাধীনতার পর থেকে কক্সবাজার ১ (চকরিয়া -পেকুয়া) আসনটি বার বার আওয়ামীলিগের হাত ছাড়া হয়েছ্। কিন্তু মানুষ এখন বোকা নয়, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে চকরিয়া-পেকুয়ার মাটি ও মানুষ আজ ঐক্যবদ্ধ। তারা আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলিগের মনোনীত প্রার্থীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে মহান সংসদে চকরিযা- পেকুয়ার জনগণের পক্ষে কথা বলার সুযোগ চায়। পরে স্থানীয় দোকানধার, পৌরশহরের ব্যাবসায়ী. পথচারীসহ নানা শ্রেণীপেশার মানুষের মাঝে আগাম প্রচার প্রচারনা মূলক কৌশল বিনিময় ও লিফলেট বিতরণ করেন।