সাড়ে ৭ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২ ভাই

ইয়াবাসহ গ্রেফতার জসিম উদ্দিন ও কফিল উদ্দিন

চট্টগ্রাম: নগরের বাকলিয়া থানার চর চাকতাই এলাকা থেকে সাড়ে ৭ হাজার ইয়াবাসহ দুইভাইকে বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকালে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

গ্রেফতার দুইজন হলেন- কক্সবাজার জেলার টেকনাফ হ্নীলা এলাকার ফরিদ আলমের ছেলে জসিম উদ্দিন (২১) ও কফিল উদ্দিন (১৮)।

অধিদফতরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদ জানান, তারা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছে। দুইজন সৎ ভাই বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে। ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ইয়াবা বিক্রি করে তারা।

গ্রেফতার দুইজনের বিরুদ্ধে বাকলিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন