[caption id="attachment_32498" align="aligncenter" width="598"]
মানুষের ভালবাসা শ্রদ্ধায় বিদায় নিলেন আইয়ুব বাচ্চু[/caption]
দেশের গান পাগল মানুষ ছাড়াও আপামর মানুষের ভালবাসা আর শ্রদ্ধায় বিদায় নিলেন সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চু। কেন্দ্রীয় শহীদ মিনারে প্রিয় শিল্পীকে এক নজর দেখতে মানুষের ভীরই বলে দেয় ভালবাসা অফুরান। এ বিদায়, ভালবাসার বিদায়। জন্মস্থান চট্টগ্রামে মায়ের কবরের পাশেই চির নিদ্রায় শায়িত হবেন আইয়ুব বাচ্চু।
ঠিক ১২টা ৪০ মিনিটের দিকে আইয়ুব বাচ্চুর মরদেহ নিয়ে রওনা দেওয়া হয় ঈদগাহের দিকে। হাজারো মানুষ অংশ নেয় সেই যাত্রায়।
স্কয়ার হাসপাতাল থেকে আইয়ুব বাচ্চুর মরদেহ নিয়ে গাড়িটা যখন কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছে, তখন ঠিক সকাল সাড়ে ১০টা। ভিড় আগে থেকেই ছিল। আইয়ুব বাচ্চু পৌঁছার খবরে ভিড় বেড়ে যায় আরো বেশি।
শুধু ব্যক্তিবিশেষ নয়, বিভিন্ন সংগঠন একে একে ভিড় জমাতে থাকেন কেন্দ্রীয় শহীদ মিনারে।
গতকাল বৃহস্পতিবার অসুস্থ অবস্থায় স্কয়ার হাসপাতালে নেওয়া হয় আইয়ুব বাচ্চুকে। সেখানে সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত