[caption id="attachment_3256" align="alignleft" width="300"]
ফাইল ফটো[/caption]
চট্টগ্রাম : একটি মোবাইল অপারেটরের ত্রুটির কারণে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষার বাতিল হওয়া ফলাফল পুনরায় যাচাই-বাছাইশেষে অবশেষে পুন:প্রকাশ করেছে জেলা প্রশাসন। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসনের ওয়েবসাইট http://www.chittagong.gov.bd এ ফলাফল প্রকাশিত হয়েছে। উত্তীর্ণরা আগামী ২৭ ফেব্রুয়ারি (সোমবার) থেকে ২ মার্চের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান জানান, নগরীর ৮ সরকারি স্কুলের নবম শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। জেলা প্রশাসনের নির্ধারিত ওয়েবসাইটে মেধা তালিকা, অপেক্ষমান তালিকা ও কোটার ফলাফল ইতোমধ্যে আপলোড করা হয়েছে। এছাড়াও আবেদনকারীরা নির্ধারিত স্কুলগুলোতেও ফলাফল পাবে। যারা মেধা তালিকায় ভর্তির জন্য মনোনিত হয়েছে স্ব স্ব স্কুলে তাদের আগামী ২৭ ফেব্রুয়ারি (সোমবার) থেকে ২ মার্চের মধ্যে ভর্তি হতে হবে। আর যারা কোটায় উত্তীর্ণ হয়েছে, ভর্তি চলাকালীন সময়ে তাদের কোটার সমর্থনে কাগজপত্রাদি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) থেকে যাচাই করে নিতে হবে।
অন্যদিকে, শূন্য আসন থাকা সাপেক্ষে যারা ১ম মেধা তালিকায় রয়েছে তাদের আগামী ৫ মার্চ থেকে ৮ মার্চের মধ্যে স্ব স্ব স্কুলে ভর্তি হতে হবে।
মোবাইল অপারেটর কোম্পানি টেলিটকের মাধ্যমে প্রকাশিত ফলাফলে ত্রুটি থাকায় বাতিল করা হয়েছিল। পরবর্তীতে বোর্ডের মাধ্যমে জেএসসি পরীক্ষার ফলাফল যাচাই-বাচাই করে এবার এ ফলাফল দেওয়া হয়েছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত