[caption id="attachment_32553" align="aligncenter" width="684"]
গ্রেফতার শোভন চৌধুরী শুভ[/caption]
চট্টগ্রাম: কাস্টম কর্মকর্তা রিপেন সিংহ ধ্রুব হত্যা মামলার আসামি শোভন চৌধুরী শুভকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২০ অক্টোবর) ভোর রাতে জেলার আনোয়ারা এলাকা থেকে তাকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশের দল।
নগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার আসিফ মহিউদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আনোয়ারা এলাকার মামার বাড়ি থেকে শুভকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের একটি দল।
তিনি বলেন, শুভ আলোচিত কাস্টম কর্মকর্তা রিপেন সিংহ ধ্রুব হত্যা মামলার প্রধান আসামি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত