[caption id="attachment_32579" align="aligncenter" width="720"]
বিএনপির কালো পতাকা মিছিল খাগড়াছড়িতে[/caption]
খাগড়াছড়ি : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কালো পতাকা মিছিল করেছে খাগড়াছড়ি জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রোববার (২১ অক্টোবর) সকালে শহরের কলাবাগান এলাকা থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করতে গেলে পুলিশ তাতে বাধা দেয়। পরে শহরের গণপূর্ত কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম প্রমুখ।
সমবেশে বক্তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমানের বিরুদ্ধে দেওয়া সাজা বাতিলের দাবি জানান।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত