
গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত যৌক্তিক ও বাস্তবসম্মত। বিদ্যুৎ খাতেও গ্যাসের দামও বাড়ানো হয়েছে। তাই বিদ্যুতের উৎপাদন খরচও বাড়বে। তাই বিদ্যুতের দামও সমন্বয় করতে চাই। বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব বিইআরসিতে পাঠানো হয়েছে। এভাভেই বিদ্যুতের মূল্য বৃদ্ধির ইঙ্গিত দেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীতে বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানশেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। “৮ম বিডিএফ জাতীয় বিতর্ক উৎসব ও যুব সম্মেলন ২০১৭”-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী।
নসরুল হামিদ বলেন, গ্যাসের ব্যবহারে কিছু কিছু জায়গায় আমরা নিরুৎসাহিত করতে চাই। ভবিষ্যতে যখন এলএনজি আসবে তখন দামের সঙ্গে সামঞ্জস্য রাখতে হবে। গ্যাসের দাম যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) প্রস্তাব করেছিলাম। তারা সেটা যাচাই করেছে। আমরা অবশ্য এর চেয়ে বেশি প্রস্তাব করেছিলাম। সরকার একটা বড় অঙ্ক ভর্তুকি দিচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে সারা বাংলাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুত্ বিতরণ করার লক্ষ্যে আমাদের প্রস্তুত থাকতে হবে। সুতরাং আমাদের অবকাঠামো খাতে বিনিয়োগ করার মানসিকতাও থাকতে হবে। বাংলাদেশে ৩০-৩৫ লাখ গ্রাহক পাইপ লাইনে গ্যাস পায়। বাকি কোটি কোটি লোকের কথাও আমাদের চিন্তা করতে হবে। আমাদের দায়িত্ব হলো, সারা বাংলাদেশে আবাসিক খাতে নিরবচ্ছিন্নভাবে সাশ্রয়ী মূল্যে জ্বালানি দেওয়া, আমরা সেদিকেই যাচ্ছি। তিনি বলেন, ধীরে ধীরে পাইপলাইনে গ্যাস ব্যবহার থেকে সরে আসব। এলপিজির ব্যবহার বাড়াতে চাই এবং এর দাম সহনীয় রাখতে চাই।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত