টেকনাফে পৌনে ২ কোটি টাকার ইয়াবা আটক

কক্সবাজার: টেকনাফে বিজিবি পৃথক অভিযানে ৫৯হাজার ৮’শ পিস ইয়াবা উদ্ধার করেছে। এসময় পাচারকাজে জড়িত কাউকে আটক করতে পারেনি সংশ্লিষ্ট বাহিনী।

বিজিবি সূত্র জানিয়েছে, মঙ্গলবার (২৩ অক্টোবর) ভোর ৪টা নাগাদ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী বিওপি জওয়ানরা আড়াই নম্বর স্লুইচ গেইট সংলগ্ন এলাকা হতে পাচারকারীদের ধাওয়া করে। পাচারকারীরা পালিয়ে গেলেও এসময় পরিত্যাক্ত অবস্থায় বস্তা ভর্তি ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।

অপরদিকে একই দিন রাত সাড়ে ১২টা নাগাদ সদর ইউনিয়নের সাবরাং ও নাজির পাড়া বিওপির দুটি পৃথক দল ইয়াবা লেনদেনের গোপন সংবাদে আছারবুনিয়া এলাকায় অবস্থান নেয়। পরে স্থানীয় ছব্বির হোসেনের বাড়ির পেছনে সুপারী বাগান হতে ৯ হাজার ৮শ পিস ইয়াবা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

২ বিজিবি অধিনায়ক লে.কর্ণেল আছাদুদ জামান চৌধুরী জব্দকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ১ কোটি ৭৯ লাখ ৪০ হাজার টাকা বলে নিশ্চিত করেছেন। উদ্ধার কৃত ইয়াবাগুলো বিনষ্টকরনের জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।