ফাঁসির আসামীসহ পলাতক ২২ বিডিআর সদস্য
আজ সেই বিভীষিকাময় পিলখানা ট্র্যাজেডি দিবস

ফাইল ছবি

আজ (শনিবার) সেই বিভীষিকাময় পিলখানা ট্র্যাজেডি দিবস। বর্বরোচিত ওই হত্যাযজ্ঞে শহীদ ব্যক্তিবর্গের স্মরণে দিবসটি পালনে রাষ্ট্রীয়ভাবে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বিডিআর বিদ্রোহের ঘটনায় গত আট বছরেও গ্রেফতার হয়নি পলাতক ২২ বিডিআর সদস্য। এদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে সরকার। ‘অপারেশন রেবেল হান্ট’ অভিযানেও তাদের গ্রেফতার করা যায়নি।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের একজন পদস্থ কর্মকর্তা বলেন, পলাতক বিডিআর সদস্যদের পরিবারের প্রত্যেক সদস্যকে নজরদারি করা হচ্ছে। একটি তদন্তকারী সংস্থা বিষয়টি খুব জোরালোভাবে তদন্ত করছে। এই ২২ সদস্য দেশে না বিদেশে অবস্থান করছে— সে ব্যাপারেও নিশ্চিত কোন তথ্য মেলেনি বলে তিনি জানান।

জানা গেছে, পলাতকদের মধ্যে ১৪ জনের বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। উচ্চ আদালতে ডেথ রেফারেন্সে এই ১৪ জনের আপিল হয়নি। বিজিবি’র এক কর্মকর্তা জানান, পলাতক ২২ বিডিআর সদস্যকে গ্রেফতারের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সকল সংস্থার কাছে পৃথক বার্তা পাঠানো হয়েছে। এছাড়া এদের গ্রেফতার ও পুরস্কারের ঘোষণা দিয়ে আবারও পোস্টার টানানো হবে।

পলাতক যারা: পলাতক ২২ জনের মধ্যে মৃত্যুদন্ডপ্রাপ্ত ১৪ জন হলেন: সিপাহী মইন উদ্দিন (নওগাঁ), বিশ্ব মিত্র বড়ুয়া (চট্টগ্রাম), আতিকুর রহমান (শরীয়তপুর), মিজানুর রহমান (শেরপুর), পুলতন চাকমা (খাগড়াছড়ি), কামরুল হাসান (লক্ষ্মীপুর), নূরুল ইসলাম (কক্সবাজার), হামিদুল ইসলাম (ফরিদপুর), হাসিবুর রহমান (শেরপুর), আনিসুর রহমান (সিরাজগঞ্জ), ফরহাদ হোসাইন (নওগাঁ), আল মামুন (সাতক্ষীরা), নজরুল ইসলাম মল্লিক (বরিশাল) ও সাদুল্লাহ (কক্সবাজার)। এছাড়া বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত বাকিরা হলেন: রেজাউল করিম (চট্টগ্রাম), বাকী বিল্লাহ (নীলফামারী), মুকুল আলম (গাইবান্ধা), মেজবাহ উদ্দিন (চট্টগ্রাম), কামরুল ইসলাম (খুলনা), মোহাম্মদ সেলিম (চট্টগ্রাম), মিজানুর রহমান (চট্টগ্রাম) ও মকবুল হোসেন (লালমনিরহাট)।

শেয়ার করুন