
চট্টগ্রাম : মাদকসেবক ও ব্যবসাইদের বিরুদ্ধে তীব্র সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জনতার ঐক্য চাই শীর্ষক নাগরিক উদ্যোগের উপদেষ্টা ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) বিকেলে নগরের সল্টগোলা রেলক্রসিংয়ের আজাদ কলোনিতে আয়োজিত মাদকসেবক ও ব্যবসাইদের বিরুদ্ধে জনসচেতনতা বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নগরের বিভিন্ন এলাকায় নাগরিক সমস্যা চিহ্নিত ও পরিত্রাণের লক্ষে কর্মপন্থা নির্ধারণ, জনদুর্ভোগ লাঘবে জনতার ঐক্য চাই শীর্ষক নাগরিক উদ্যোগের আয়োজনে মাদক সেবক ও ব্যবসাইদের বিরুদ্ধে জনসচেতনতা বিষয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
খোরশেদ আলম সুজন বলেন, মাদকাসক্ত ব্যক্তিরা পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। তাদেরকে ভালো ব্যবহারের মাধ্যমে সৎ পথে ফিরিয়ে নিয়ে আসা আমাদের সকলের দায়িত্ব। যদি মাদকের কুপ্রভাব সম্পর্কে বুঝিয়ে ফিরিয়ে আনা না যায়। তাহলে তাদের সামাজিকভাবে বয়কট করতে হবে। তাদের সামাজিক অনুষ্ঠান বর্জন করতে হবে। প্রয়োজনে জানাযা ও সৎকার থেকে বঞ্চিত করতে হবে। তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে এলাকার লোকজন শান্তিতে বসবাস করতে পারছে না। তারা বিভিন্ন অপকর্মের মাধ্যমে জনজীবনে ত্রাস সৃষ্টি করেছে। এসমস্ত অবৈধ কর্মকাণ্ডকে প্রতিহত করে সুন্দর আগামী বিনির্মাণের দৃঢ় প্রত্যয় নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে।
আজাদ কলোনি এলাকা থেকে মাদকসেবক এবং ব্যসাইদের সরে যাওয়ার আহবান জানিয়ে তিনি আরও বলেন, তাদের এক সপ্তাহের মধ্যে সরে যেতে হবে। না গেলে সাধারণ জনগণ ও প্রশাসনকে সঙ্গে নিয়ে মাদকসেবক এবং ব্যবসাইদের আজাদ কলোনি এলাকা থেকে উৎখাত করা হবে।
অধ্যক্ষ মো. কামরুল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কমিশনার নুরুল আলম, বন্দর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মো. ইলিয়াছ, সালাউদ্দিন বাদশা, সরওয়ার জাহান চৌধুরী, নগর যুবলীগ নেতা সমীর মহাজন লিটন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সদস্য সাইফুল্লাহ আনসারী, নগর ছাত্রলীগের সভাপতি এম ইমরান আহমেদ ইমু, সহ-সভাপতি জয়নাল উদ্দিন জাহেদ, মো. আনোয়ার, ইদ্রিস আলম প্রমুখ।
এতে আরও উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য সামাজিক নেতৃবৃন্দে আর জনসাধারণ।