
আগামী একাদশ জাতীয় সাংসদ নির্বাচনে দলীয় নৌকা প্রতীকে বিজয় করার লক্ষ্যে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম শফি উল্লাহ সভাপতিত্বে দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় অধ্যাপক এম. শফি উল্লাহ বলেন, আগামী একাশ জাতীয় সাংসদ নির্বাচনে আমাদের পাচঁবার নির্বাচিত সাংসদ বীর বাহাদুর এমপিকে আবারও আমাদের মনোনিত একক প্রার্থী দিয়েছে জেলা আওয়ামীলীগ। যদি নাইক্ষ্যংছড়ি উপজেলার দলীয় কোন নেতা-কর্মী দলের সিদ্ধান্তের বাহিরে কাজ করে ও দলীয় প্রতীকের বিরোধিতা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে হলে নৌকা প্রতীকের বিকল্প নেই।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের যে উন্নয়নের রোল মডেল করেছে বিগত সরকার তা কখনো কোনো দিনেও করতে পারে নাই। তারা আজ শেখ হাসিনার উন্নয়ন দেখে জ্বলে পুড়ে শেষ হচ্ছে। তাই প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হলে একাদশ জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে বিজয় করার জন্য দলের সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দু রহমান মেম্বার, আবু ছিদ্দিক কন্ট্রেক্টার, চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, বান্দরবান জেলা পরিষদ সদস্য ও প্রচার সম্পাদক ক্যনু ওয়ান চাক্, জেলা সদস্য ও বাইশারী ইউপি সদস্য মো, আলম কোম্পানী, ঘুমধুম চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ, দৌছড়ি চেয়ারম্যান হাবিব উল্লাহ, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান বাহাইন মার্মা, সহ-সভাপতি আবু তাহের কোম্পানী, সাধারণ সম্পাদক মো. ইমরান মেম্বার, ডাঃ সিরাজুল হক, এ্যানিং মার্মা, সাংগঠনিক সম্পাদক মংহ্লা মার্মা, ডাঃ আজগর আলী।
এসময় আরো বক্তব্য রাখেন, সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো, তারেক রহমান, উপজেলা যুবলীগ সভাপতি মো. জসিম উদীন, সহ-সভাপতি মো. হোসেন আহম্মেদ, সাধারণ সম্পাদক মো. আলী হোসেন মেম্বার, স্বেচ্ছা-সেবকলীগ সভাপতি আব্দু সাত্তার, শ্রমিকলীগ সম্পাদক মো. জহির উদ্দীন, পাইছ অং মার্মা, কৃষকলীগ সম্পাদক সাইফুদ্দীন মামুন শিমুল, মহিলা আওয়ামীলীগ সভানেত্রী জুহুরা বেগম, সাধারণ সম্পাদীকা ওজিফা খাতুন রুবী, উপজেলা ছাত্রলীগ সাঃ সম্পাদক উবাচিং মার্মাসহ উপজেলা যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত