[caption id="attachment_32826" align="aligncenter" width="720"]
অসুস্থ জাপা নেতা কামালের শয্যাপাশে খোরশেদ আরা হক এম.পি[/caption]
কক্সবাজার : জাতীয় পার্টির কক্সবাজার শহর শাখার সভাপতি অসুস্থ কামাল উদ্দিন কামাল ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। শনিবার ঢাকায় অসুস্থ কামালকে দেখতে যান জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ি কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আরা হক এম.পি।
সাংসদের পক্ষে সাংবাদিক ও ক্রীড়া সংগঠক আনোয়ার হাসান চৌধুরী প্রেরিত খবরে বলা হয়, অসুস্থ কামালের শয্যাপাশে গিয়ে সাংসদ তার চিকিৎসার খোঁজখবর নেন এবং আল্লাহর কাছে সুস্থতা কামনা করেন।
এদিকে অসুস্থ কামালের সুস্থতা কামনা করেছেন জাপার কেন্দ্রিয় সদস্য ও কক্সবাজার জেলার সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ তারেক।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত