রামুর ঈদগড়ে ডাকাতি, ২ জন অপহরণের পর মুক্তিপণ দাবি

রামুর ঈদগড়ে ডাকাতি, ২ জন অপহরণের পর মুক্তিপণ দাবি
রামুর ঈদগড়ে ডাকাতি, ২ জন অপহরণের পর মুক্তিপণ দাবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির পার্শ্ববর্তী কক্সবাজার রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের দক্ষিণ করলিয়া মোরা এলাকায় ২৬ অক্টোবর শুক্রবার রাত ২ টার দিকে ২ বসত বাড়িতে ডাকাতির পরে ২ কৃষককে অপহরণ করেছে সন্ত্রাসীরা।

স্থানীয় গণমাধ্যম কর্মী আবুল কাসেম জানান, ঈদগড় দক্ষিণ করলিয়া মোরা এলাকার আবু বক্কর ছিদ্দিকের ছেলে আক্তার হোসেনে একই এলাকার মৃত কালো মিয়ার ছেলে মৌঃ ছৈয়দ হোছাইনের বসত বাড়িতে ডুকে ওই ডাকাত দল নগদ লক্ষাধিক টাকা , স্বর্ণালঙ্কার ও ৬ টি মোবাইল ফোন সহ বাড়ীর আসবাবপত্র নিয়ে যাওয়ার সময় পাশে টংঘর থেকে ২ কৃষক কে অপহরণ করে।

অপহৃতরা হল একই এলাকার নজির আহাম্মদের ছেলে ছৈয়দুল হক (২০) তার চাচা মৃত মোজাহের আহাম্মদের ছেলে নুর আহাম্মদ।

এদিকে অপহৃতদের সর্বশেষ খবর জানতে অপহৃত ছৈয়দুল হকের বাবা নজির আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ২৭ অক্টোবর সকাল ৭ টার সময় ভিকটিম তার ছেলে ছৈয়দুল হকের মোবাইল থেকে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে ওই অপহৃতরা। যে খবর পুলিশকে জানালে তাদের হত্যা করা হবে বলে লাইন কেটে দেন বলে জানান অপহৃত এক জনের বাবা।

এ ব্যাপারে কথা বলতে রামুর ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মোর্শেদুল আলমের সাথে যোগাযোগ করা হলে, তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা সারারাত পুলিশ নিয়ে টহল জোরদার করেছে।

নাজির আহমদের ভাই নুরুল ইসলাম জানান রাত সাড়ে ১১ টার দিকে তার বাড়ীর সামনে পুলিশের সাথে কথা বলেছে।

এ বিষয়ে রামু থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আবুল মনসুর জানান, অপহৃতদের উদ্ধার অভিযান চলছে। অপহৃত দুজন উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।