খালেদার সাজা, মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ চট্টগ্রামে

বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেয়ার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল।
বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেয়ার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল।

চট্টগ্রাম : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাজানো মামলায় সাজা দেয়ার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল।

নগরীর লাভ লেইন হতে এনায়েত বাজার মোড় হয়ে এনায়েত বাজার মহিলা কলেজের সামনে এসে মিছিল শেষ হয়। মিছিলশেষে এক বিক্ষোভ সমাবেশ চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, প্রতিহিংসার বশবর্তী হয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সাজানো মামলায় বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়ে কারাগারে নেয়ার আট মাসের মাথায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। যে রায় দেয়া হয়েছে তা ছিল ফরমায়েশী রায়। এই রায় গণভবন থেকে দেয়া হয়েছে। এই রায় বাংলাদেশের জনগণ মানবে না। বেগম জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতেই ষড়যন্ত্রমূলকভাবে এই রায় দেয়া হয়েছে। মিথ্যা রায়ে সাজা দিয়ে আওয়ামীলীগ সরকার তাদের অবৈধ ক্ষমতা সু-দীর্ঘ করতে চায়।

তাদের এই স্বপ্ন কখনো পূরণ করতে দিবে না জনগণ। দেশের মানুষ স্বৈরাচারী অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে সোচ্ছার। এ সময় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া প্রমুখ।

শেয়ার করুন