চট্টগ্রাম-১০ আসনের নেতাদের নিয়ে বসলেন নোমান

আবদুল্লাহ আল নোমান

চট্টগ্রাম : আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে কি না এমন নানামুখী আলোচনার মধ্যে নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১০ আসনের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। এসময় তিনি একসঙ্গে নির্বাচন এবং আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান।

নগরীর ডবলমুরিং, হালিশহর, পাঁচলাইশ, খুলশী ও পাহাড়তলী থানা এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের নেতাদের সঙ্গে শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নিজ বাসায় বৈঠক করেন নোমান।

বৈঠকে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের সামনে দুটি পথ খোলা আছে। একটি হচ্ছে নির্বাচনে ব্যালটের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করা। নতুবা গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করা।

এদিকে শনিবার সকালে নোমানের নিজ বাসায় দেখা করতে আসেন কারামুক্ত চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর ও পাঁচলাইশ থানা ছাত্রদল নেতা জাহেদ হোসেন।

এসময় ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সরকারের ভুল নীতির কারণে জ্বালানী খাতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। সরকারের লুটপাটের বোঝা জনগণের কাঁধে চাপাতে গ্যাসের মূল্য বাড়ানো হয়েছে। সরকার জনগণের সঙ্গে তামাশা করছে। এই অবস্থায় বিএনপি নেতাকর্মীরা চুপ থাকতে পারে না।

ছাত্রদলের নেতাকর্মীদের তিনি আন্দোলনের প্রস্তুতি নেয়ার জন্য আহবান জানান।

শেয়ার করুন