[caption id="attachment_32954" align="aligncenter" width="452"]
চট্টগ্রাম[/caption]
চট্টগ্রাম: ডবলমুরিং থানাধীন পাঠানটুলী এলাকার একটি বাসা থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩০ অক্টোবর) দুপুরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুজনের লাশ উদ্ধার করে। ডবলমুরিং থানার ওসি মহিউদ্দিন সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- হোসনে আরা বেগম (৫০) ও তার মেয়ে পারভীন আকতার (২২)।
ওসি মহিউদ্দিন জানান, ধারণা করা হচ্ছে- মা ও মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এদিকে ঘটনার পর থেকে পারভীনের স্বামী পলাতক রয়েছে। পারভীনের স্বামী তাদের খুন করতে পারে। তাকে আটক করা গেলে খুনের রহস্য জানা যাবে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত