
চট্টগ্রাম : আনোয়ারার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় সড়ক দুর্ঘটনায় রুহুল আমিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুহুল আমিন বাঁশখালী উপজেলার গণ্ডামারা বরগুনা এলাকার সৈয়দুল আলমের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পু্লশি ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. আলাউদ্দিন তালুকদার বলেন, বরুমচড়া রাস্তার মাথা এলাকায় সিএনজি অটোরিকশাকে একটি জিপগাড়ি ধাক্কা দিলে গুরুতর আহত হন রুহুল আমিন। সকাল সাড়ে ৯টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত