ককটেল বিস্ফোরণ
পুলিশ ও ছাত্রলীগের মামলা: বিএনপি’র ৩ নেতাকর্মী আটক

ককটেল বিস্ফোরণ মামলায় আটক বিএনপির নেতাকর্মী

খাগড়াছড়ি ও মানিকছড়িতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পেট্রলবোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পৃথক দু’টি মামলায় বিএনপির তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ২০/২৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে এবং উপজেলা কলেজ ছাত্রলীগের মোঃ জাহিদ হাসান বাদী হয়ে বিএনপির ১২জন নেতাকর্মীর নাম উল্লে­খ করে অজ্ঞাত আরো ২০/২৫ জনকে আসামী করে মানিকছড়ি থানায় অপর মামলাটি দায়ের করেন।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাহাদাত হোসেন টিটো বলেন, জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ২০/২৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের হয়েছে। সদর থানার মামলা নং-১০ তারিখ-২৮-১০-১৮ইং। এরই মধ্যে খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মোঃ রহমত আলীকে আটক করা হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার আলামত সংগ্রহ করা হচ্ছে।

মানিকছড়ি থানার অফিসার ইন্সার্স (ওসি) মুহাম্মদ রশীদ জানান, উপজেলা আওয়ামী লীগের দলীয় অফিস সংলগ্ন চা দোকানের সামনে পর পর ৩টি পেট্রল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় কলেজ ছাত্র লীগের মোঃ জাহিদ হাসান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে বিএনপির ১২জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০/২৫ জনকে আসামী করা হয়েছে। মামলার এজাহার ভুক্তদের মধ্যে উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ২ নেতাকর্মীকে আটক করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করেছে বলেও জানান তিনি।

এদিকে, খাগড়াছড়ি ও মনিকছড়িতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে নিজেরাই ককটেল ও পেট্টল বোমা হামলার নাটক সাজিয়ে মামলা দিয়ে বিএনপিকে নির্বাচনের আগে পুলিশের মাধ্যমে হয়রানীর চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বিএনপি।

এ ঘটনায় তাদের নেতাকর্মীকে আটকের পর সোমবার (২৯ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেন, এটি একটি নাটক, পরিকল্পিত ও সাজানো এবং আওয়ামী লীগের উদ্দেশ্য প্রণোদিত ঘটনা। আটক নেতাকর্মীদের দ্রুত মুক্তি দাবী জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান তিনি।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো অভিযোগ করা হয়, আওয়ামী লীগের নিজস্ব কোন্দলের কারনে কেন্দ্রে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে বোমা হামলার নাটক সাজিয়ে বিএনপি নেতৃবৃৃন্দের উপর দোষ চাপিয়ে মিথ্যা মামলা দায়ের করে তাদের নেতাকর্মীদের হয়রানী করছে। এ ঘটনায় পুলিশ বাড়ীতে বাড়ীতে তল্লাশী করে খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ রহমত আলী, মানিকছড়ি উপজেলা যুবদলের দপ্তর সম্পাদক মোঃ আবুল বশর ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক মোঃ জাবের হোসেন সোহাগকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে বলেও অভিযোগ করা হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে।