আফগানিস্তানে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২৫

আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বুধবার (৩১ অক্টোবর) সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক শীর্ষ কমান্ডার ও প্রাদেশিক কাউন্সিলের প্রধান রয়েছেন।

ফারাহ প্রদেশের গভর্নরের মুখপাত্র নাসের মেহরি জানিয়েছেন, সেনাবাহিনীর দুটি হেলিকপ্টার পার্শ্ববর্তী হেরাত প্রদেশে যাচ্ছিল। খারাপ আবহাওয়ায় অস্বচ্ছ দৃষ্টির কারণে এ সময় একটি হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ওপর বিধ্বস্ত হয়।

তালেবান অবশ্য দাবি করেছে তারা গুলি করে হেলিকপ্টারটি ভূপাতিত করেছে।

হেলিকপ্টারটির আরোহীদের মধ্যে সেনাবাহিনীর উপ-কমান্ডার নিমাতুল্লাহ খলিল এবং ফারাহ প্রদেশের প্রাদেশিক কাউন্সিলের প্রধান ফরিদ বাখতওয়ার ছিলেন। ফারাহ প্রদেশে তালেবানদের বিরুদ্ধে লড়াইয়ে বাখতওয়ার উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন।

শেয়ার করুন