
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৃহস্পতিবার (১ নভেম্বর) নবনির্মিত রামু ফায়ার স্টেশন ও সিভিল ডিফেন্স ভবন উদ্বোধন করবেন। একই সাথে প্রধানমন্ত্রী টেকনাফ সোলার প্যানেল ও কক্সবাজার শতভাগ বিদ্যুতায়ন কাজেরও উদ্বোধন করবেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে সকাল ১০ টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করবেন বলে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক আবদুল মালেক জানিয়েছেন।
রামু রাবার বাগান দক্ষিণ পার্শ্বে রামু উপজেলা হাসপাতালের উত্তর পার্শ্বে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন রামু ফায়ার স্টেশনটি নির্মান করা হয়েছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত