নগরীর বাজারে বাড়তি দামে শীতের সবজি

নগরীর বাজারে বাড়তি দামে শীতের সবজি

চট্টগ্রাম : টানা দুই দিনের কর্মবিরতি এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে দুর্ভোগে নতুন মাত্রা যোগ করেছে সবজির বাড়তি দাম। নগরীর প্রায় সবগুলো বাজারেই সবজির দাম বাড়তি। এতে নাভিশ্বাস উঠেছে ক্রেতাসাধারণের।

নগরীর বিভিন্ন চকবাজার, রিয়াজুদ্দিন বাজার, কাজির দেউরী বাজার এবং হালিশহর ফইল্ল্যাতলী বাজারসহ আশপাশের বাজারগুলোতে সবজির দাম বৃদ্ধি লক্ষ্যনীয়। কোন কৈফিয়ত ছাড়াই বাড়তি দাম হঁকছেন ব্যবসায়ীরা। তাদের দাবী যানবাহন শ্রমিকদের কর্মবিরতির কারণে বাজার দাম একটু বেশি।

বাজার ঘুরে দেখা গেছে, শীতের সবজিত ভর্তি বাজার। ব্যবসায়ীদের পসরাও শীতের সবজিতে। তবে দাম নাগালের বাইরে। নিম্ন ও মধ্য আয়ের মানুষের ক্রয় ক্ষমতা তেমন নেই, যেমনটা সবজির দাম হাঁকা হচ্ছে। এই সুযোগে মাছের দাম বেড়ে গেছে। স্থিতিশীল রয়েছে গরুর মাংশ আর মুরগি।

নগরীর ফইল্ল্যাতলী বাজারের এক ব্যবসায়ী জানান, শীতকালীন সবজির ব্যাপক আমদানী সত্বেও দাম ঊর্ধ্বমুখী। কারণ আমরা বাড়তি দামে আনতে হয়। বিক্রি করি একটু বাড়তি দামে।

সরেজমিনে গিয়ে দেখা যায় , নগরীর হালিশহরে শ্রমজীবিদের গৃহপালিত গো-খাদ্যের সংকটসহ বেড়েই চলছে চাল ও সবজির দাম। সম্প্রতি বাজারে সবজির দাম দ্বিগুন হারে বেড়েছে। লাগামহীন হয়ে পড়ছে নিত্য প্রয়োজনীয় সবজির দাম। এ কারনে সবজি এখন সাধারণ মানুষের নাগালের বাইরে।

বৃহস্পতিবার ফইল্ল্যাতলী বাজারে গিয়ে তরিতরকারি বাজার ঘুরে দেখা গেছে, শীতকালীন সবজি হিসেবে ফুলকপি প্রতি কেজি ৮০ থেকে ৯০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা, সীম ১০০ টাকা, মূলা ৩০/৪০ টাকা, লাউ ৩০/৪০ টাকা কেজি, করলা ৭০ টাকা, বেগুন ৬০ টাকা, বটবটি ৮০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, আলু ২৫ টাকা, টমেটো ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।হালিশহরের বারনীঘাটার সাগর পার এলাকার সবজি চাষি মনির হোসেন বলেন, এবারে আগাম জাতের সবজি চাষে ফলন কম এবং চাহিদা বেশী হওয়ায় দাম বেড়েছে। ওই দামে সবজি বিক্রি করতে পারায় চাষীরা লাভের মুখ দেখছে। নগরীর বিটাক বাজারের তরকারী বিক্রেতা নজরুল ইসলাম জানান, উচ্চ মূল্যে কাঁচা তরকারী কিনেছেন তাই তাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তিনি আরও বলেন, পাইকারী বাজারে দাম বৃদ্ধি হওয়ায় খুচরা বাজারে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। নগরীর নয়া বাজারে এক ক্ষুব্ধ ক্রেতা বলেন দাম বেশী হওয়াতে সবজি কিনতে না পেরে শাক নিয়ে যাচ্ছি।

শেয়ার করুন