গাজীপুর মহানগর যুবদল সভাপতি গ্রেফতার

প্রভাষক বসির উদ্দিন

গাজীপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি প্রভাষক বসির উদ্দিনকে শনিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে তাকে উত্তরা পশ্চিম থানায় নেয়া হয়।

উত্তরা থানা পুলিশের বরাদ দিয়ে টঙ্গী থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। টঙ্গী থানার ওসি মোঃ এমদাদুল হক বলেন, বসিরের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় নাশকতার দুটি মামলা রয়েছে।

মহানগর যুবদল সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভাট জানান, প্রভাষক বসির উদ্দিন বর্তমান সরকারের সব রাজনৈতিক মামলায় জামিনে আছেন। তিনি শনিবার সন্ধ্যায় উত্তরা ১০ নম্বর সেক্টরে একটি মার্কেটে গেলে উত্তরা পশ্চিম থানা পুলিশ কোন প্রকার গ্রেফতারি পরোয়ানা ছাড়াই তাকে সেখান থেকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। তিনি আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসন থেকে বিএনপির মনোনয়ন
প্রত্যাশীদের মধ্যে একজন।

তিনি জানান, ইতিমধ্যে একাধিক জাতীয় সংবাদপত্রের প্রকাশিত রিপোর্টে গাজীপুর-২ আসনের সম্ভাব্য প্রার্থীদের তালিকায় প্রভাষক বসির উদ্দিনের নামও গুরুত্বসহ প্রকাশ হয়।

টঙ্গীর ঐতিহ্যবাহী একটি বণিক পরিবারের সন্তান বসির উদ্দিন টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজে শিক্ষকতা করেন।