[caption id="attachment_33300" align="aligncenter" width="619"]
সরাইপাড়ার রাজ্জাক আলীর ইন্তেকাল[/caption]
চট্টগ্রাম : নগরীর হাজী আশরাফ আলী রোডস্থ সরাইপাড়া মোনছাফ আলী মেম্বারের বাড়ি নিবাসী ও বাইতুল জান্নাত জামে মসজিদের সদস্য মুহাম্মদ রাজ্জাক আলী বার্ধক্যজনিত কারণে রবিবার (৪ নভেম্বর) ফজর নামাজের সময় ইন্তেকাল করেন (ইন্না...........রাজেউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ৩ পুত্র, ২ কন্যা ও নাতি-নাতনী, জামাতাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
ওইদিন বাদে আছর ভেলুয়ারদীঘি শাহী জামে মসজিদে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত