সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সম্মেলনে বক্তারা
সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় শিক্ষকদের ঐক্য সুদৃঢ় করতে হবে

খাগড়াছড়িতে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সম্মেলন ও কাউন্সিল

পাহাড়ের প্রত্যন্ত এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষ গড়ার দায়িত্বে নিয়োজিত প্রধান শিক্ষকদের মধ্যে ঐক্য সুদৃঢ় করার আহবানের মধ্য দিয়ে পাবর্ত্য জেলা খাগড়াছড়িতে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই স্লোগানে মঙ্গলবার (৬ নভেম্বর) সকাল ১১টায় খাগড়াছড়ি জেলা শহরের টঙ রেস্টুরেন্ট ও কনভেনশন সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংগঠনটির জেলা শাখার আহ্বায়ক মিয়া মোহাম্মদ ওমর ফারুখের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও বিভাগীয় সমন্বয়ক সবিনয় দেওয়ান।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বিভাগীয় সমন্বয়ক রনজিৎ কুমার ভট্টাচার্য্য। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সমিতির খাগড়াছড়ি জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক স্বপন চৌধুরী।

এছাড়াও যুগ্ম-আহবায়ক দীপক তালুকদারের সঞ্চালনায় সম্মেলনে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি এস এম দিদারুল আলম চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন নয়ন, সহ-মহিলা বিষয়ক সম্পাদক মলি­কা বড়ুয়া, চট্টগ্রাম মহানগর সভাপতি নিপক লালা, মহানগর সাধারন সম্পাদক আজাদ ইকবাল পারভেজ ও রাঙ্গামাটি সদর উপজেলা সাধারন সম্পাদক নাজির আহমেদ তালুকদার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সম্মেলন ও কাউন্সিলের প্রথম অধিবেশনে বক্তারা বলেন, শিক্ষকদের সমাজের সম্মানিত ব্যক্তি বলা হলেও সমাজে শিক্ষকদের সত্যিকারে সম্মান এখনো প্রতিষ্ঠিত হয়নি। শিক্ষকদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় সকলকে প্রধান শিক্ষক সমিতির ব্যানারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, প্রধান শিক্ষকদের মধ্যে বিভক্তি সৃষ্টির অপচেষ্টা চলছে। তাদের এই অপচেষ্টা কখনো আলোর মুখ দেখবেনা।

সকলকে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখার পতাকা তলে এসে ঐক্যবদ্ধ হয়ে শিক্ষক সমাজের কল্যান ও পার্বত্য এলাকাসহ সারা দেশের শিক্ষকদের দাবি-দাওয়া আদায় এবং আত্মমর্যাদা রক্ষায় কাজ করার আহবান জানান।

এসময়, প্রধান শিক্ষক সমিতির লক্ষীছড়ি উপজেলার প্রতিনিধি বিজয় চাকমা, মানিকছড়ির আব্দুল হালিম, রামগড়ের গিয়াশ উদ্দিন আহমেদ, গুইমারার চাইরেপ্রু মারমা, মহালছড়ির মহীন উদ্দিন, পানছড়ির শবনম রোয়াজা, দীঘিনালার পঙ্কজ কুমার চৌধুরী, মাটিরাঙ্গার শাহীন আক্তার, কৃতি উত্তম চাকমা, মিলন কান্তি চাকমা। সদর উপজেলা কমিটির প্রতিনিধি এমিলি দেওয়ান, ধনা চন্দ্র সেন বক্তব্য রাখেন। এতে জেলার নয় উপজেলার প্রধান শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

সম্মেলনের প্রথম অধিবেশন শেষে সকলের সম্মতিতে অজিন্দ্র কুমার ত্রিপুরাকে সভাপতি, মিয়া মোহাম্মদ ওমর ফারুখকে সাধারণ সম্পাদক ও কৃতি উত্তম চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে একান্ন সদস্য বিশিষ্ট নতুন জেলা কমিটি গঠন করা হয়।