রাঙামাটিতে জেএসএসের এক সদস্য নিহত

রাঙামাটি

রাঙামাটির লংগদু উপজেলার বড়াদম এলাকায় দুর্বত্তদের গুলিতে ভাজাগুল চাকমা ওরফে রাজা নামে এমএন লারমা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এক সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার বড়াদম এলাকায় শান্তিময় চাকমার বাড়িতে রাত্রী যাপন করছিলেন ভাজ্যগুল্লা চাকমা ওরফে রাজা। এ সময় দুর্বৃত্তরা তার বাড়ি চারদিক থেকে ঘিরে ফেলে ব্রাশ ফায়ার করে হত্যা করে চলে যায়। সে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সংস্কার গ্রুপের সদস্য হিসাবে দীর্ঘদিন ধরে কাজ করছেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জন কুমার সামন্ত সাংবাদিকের মুঠোফোনে জানান, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এক দল সন্ত্রাসী গুলি করে একজনকে হত্যা করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছে। এলাকায় আধিপত্য নিয়ে প্রতিপক্ষ এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা যাচ্ছে।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পার্বত্যঞ্চলের আঞ্চলিক দলগুলোর আধিপত্য ও চাঁদাবাজি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। ফলে গুম, অপহরণ, খুন নিয়ে এলাকায় চরম আতংক বিরাজ করছে।