[caption id="attachment_33425" align="aligncenter" width="720"]
সীতাকুণ্ড সমিতির বর্ষপূর্তি ও অভিষেক[/caption]
চট্টগ্রাম : প্রতিষ্ঠার ১১ বছর পার করে ১২ বছরে পদার্পণ করতে যাচ্ছে চট্টগ্রাম শহরে বসবাসরত সীতাকুণ্ডবাসীর সংগঠন সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম। প্রতিবারের ন্যায় এবারও থাকছে নানা আয়োজন। ১১বছরপূর্তি অনুষ্ঠান উপলক্ষে আজ শনিবার (১০ নভেম্বর) বসছে সীতাকুণ্ডবাসীর মিলনমেলা।
আজ সন্ধ্যা ৬টায় নগরীর সিটি গেইট সংলগ্ন সুজানা স্কয়ারে সমিতির ২০১৮-২০২০ মেয়াদেও নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরাও অভিষিক্ত হবেন। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান আর ঐতিহ্যবাহী মেজবানও।
এতে সমিতির পৃষ্ঠপোষক ও আজীবন সদস্য ছাড়াও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন সমিতির সভাপতি মো. গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক প্রফেসর একেএম তোফজ্জল হক।
উল্লেখ্য, ২০০৭ সালের ১২ নভেম্বর চট্টগ্রাম মহানগরীতে যাত্রা শুরু হয়েছিল এই সংগঠনের। যার সদস্য সংখ্যা এখন প্রায় দুই হাজার।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত