খাগড়াছড়িতে চারদিন ব্যাপী আয়কর মেলা শুরু

বক্তব্য রাখছেন খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান

‘উন্নয়নের শীর্ষে যাব, যথাযথ আয়কর দিব’ এই স্লোগানে খাগড়াছড়িতে চারদিন ব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। বুধবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম কর অঞ্চল-৩ এর আয়োজন জেলা শহরের অরুনিমা কমিউনিটি সেন্টারে এ মেলা শুরু হয়।

কর অঞ্চল-৩ এর যুগ্ম কর কমিশনার ফরিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কর আপীল অঞ্চলের কর কমিশনার (আপীল) মোঃ নাজমুল করিম। সহকারী কর কমিশনার হাইসিংঅং মারমা সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মোঃ আবুল হাসেম, খাগড়াছড়ি চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজের সহ-সভাপতি মোহাম্মদ কাশেম।

মেলায় ই-টিআইএন প্রধান, আয়কর রিটার্ন পূরণে সহায়তা, রিটার্ন গ্রহন ও আয়কর সংক্রান্ত সেবা প্রদান করা হচ্ছে।