সাগরে ভাসমান বস্তায় ২ লক্ষ ইয়াবা

সাগরে ভাসমান বস্তায় ইয়াবা

কক্সবাজার: টেকনাফে কোস্টগার্ড সদস্যরা সেন্টমার্টিন সংলগ্ন সাগরে ভাসমান অবস্থায় ২ লক্ষ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৩ নভেম্বর) বিকেল পৌনে ৫টা নাগাদ পূর্ব জোন কোস্টগার্ড টেকনাফ সিজি স্টেশনের সদস্যরা সেন্টমার্টিন ছেঁড়া দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে সন্দেহজনকভাবে একটি ট্রলারকে থামার সংকেত দিলে ট্রলারটি সংকেত অমান্য করে দ্রুত মিয়ানমার অভিমুখে পালিয়ে যায়।

এসময় ট্রলার থেকে ৩টি প্লাস্টিকের বস্তা পানিতে ফেলে দেয়া হয়। পরে সাগর হতে ভাসমান বস্তাগুলো উদ্ধার করে ১১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যমানের ২ লক্ষ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। সূত্রটি জব্দকৃত ইয়াবাগুলো টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে।