[caption id="attachment_33668" align="aligncenter" width="684"]
ভয়াবহ তুষার ঝড় চলছে, ছবি: সংগৃহীত[/caption]
শীতকাল আসতে না আসতেই মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে ভয়াবহ রকমের তুষার ঝড়। ইতোমধ্যেই দেশটির পূর্বাঞ্চলের প্রায় অর্ধেক এলাকায় ছড়িয়ে পড়েছে এ ঝড়। আর এতে অন্তত আটজনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
এছাড়া এদিকের অঞ্চলগুলোর হাজার হাজার মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম বলছে।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দেশটিতে প্রথম উত্তরপূর্বকোণ থেকে মধ্যপূর্বাঞ্চলে আঘাত হানে তুষার ঝড়। এসময় ঝড়ের সঙ্গে বৃষ্টি এবং বরফের মিশ্রণও ছিল।
সংবাদমাধ্যম বলছে, এ ভয়াবহ তুষার ঝড়ের কারণে এলাকারা স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া এর কারণে শতাধিক ফ্লাইটও বাতিল হয়ে গেছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত