
সুনামগঞ্জে মুক্তিযুদ্ধে গেরিলা বাহিনী দাসপাটির্র কমান্ডার ও সুনামগঞ্জ সরকারি কলেজের যুদ্ধকালীন সময়ের ছাত্র শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতির মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (১৬ নভেম্বর) সকালে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির আয়োজনে সুনামগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে শহীদ সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক ও শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সভাপতি মোহাম্মদ আব্দুল আহাদ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, বীর মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাড. সালেহ আহমদ, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, বীর মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীরসহ অন্যান্যরা।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।