মাদকের বিরুদ্ধে বিসিআরএস’র তথ্য অনুসন্ধান শুরু

কক্সবাজার

চলমান মাদক বিরোধী সরকারের জিরো ট্রলারেন্স নীতিকে আরো গতিশীল করতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স সোসাইটি কক্সবাজার জেলা ব্যাপী অনুসন্ধান শুরু করেছে। ঢাকা থেকে কেন্দ্রীয় সভাপতির সমন্বয়ে সিনিয়র রিপোর্টারদের নিয়ে কয়েকটি টিমে বিভক্ত হয়ে এই অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বিসিআরএস সভাপতি মুয়াজ্জেম হাসান বলেন, অনুসন্ধানে প্রকৃত ইয়াবা ব্যবসায়ীদের খুঁজে বের করাই আমাদের মূল লক্ষ্য। অনুসন্ধানে যেনো কোন নিরপরাধ ব্যক্তি জড়িয়ে না পরে সেদিকে আমরা অত্যন্ত সতর্কভাবে কাজ চালিয়ে যাচ্ছি।

তিনি আরো জানান, চুনুপুটিদের ঠেলে দিয়ে গডফাদাররা পারপেয়ে যাচ্ছে দিব্বি। সুতরাং, সেসব গড ফাদারদের খুঁজে বের করাই অনুসন্ধানের মূল লক্ষ্য। ইয়াবা ব্যাসায়িদের ব্যাপারে যে কোন তথ্য [email protected] এই ইমেলে পাঠিয়ে মাদক বিরোধী অভিযানে গর্বিত যোদ্ধা হিসেবে জেলার সকল জনগনের প্রতি সহযোগীতার অনুরোধ জানিয়েছেন তিনি।

শেয়ার করুন