উত্তরাখণ্ডে বাস খাদে পড়ে নিহত ১২

দুর্ঘটনায় আহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হচ্ছে/ছবি: সংগৃহীত

ভারতের পাহাড় অধ্যুষিত উত্তরাখণ্ডের উত্তরকাশি জেলায় ১৫০ মিটার গিরিখাদে পড়ে স্থানীয় পর্যটকবাহী বাসের ১২ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হন আরও অন্তত ১৩ জন। রোববার (১৮ নভেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, দুর্ঘটনাস্থলেই মারা যান বাসের ১০ যাত্রী। বাকি দু’জন হসপিটালে নেওয়ার পর মারা যান। বাসটি জানকিছিত্তাই থেকে বিকাশ নগর যাচ্ছিলো। উত্তরকাশি-যমুনোত্রি হাইওয়ের কাছে দুর্ঘটনার কবলে পড়ে।

দায়িত্বশীলরা বলছেন, ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালায় পুলিশের বিশেষ টিম। কিছু মরদেহ ঝোপঝাড়ে আটকে রয়েছে। গুরুতর আহত চারজনকে হেলিকপ্টারে করে দেরাদুনে নেওয়া হয়েছে চিকিৎসার জন্য।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

একইসঙ্গে আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

শেয়ার করুন