[caption id="attachment_33754" align="aligncenter" width="648"]
চট্টগ্রামে পাহাড়তলীতে অস্ত্রসহ যুবক আটক[/caption]
চট্টগ্রাম : নগরীর পাহাড়তলী থানা এলাকায় সাগরিকা গরুবাজার থেকে অস্ত্রসহ মোহাম্মদ আশ্রাফুল ইসলাম প্রকাশ রনি প্রকাশ সাইফুল (৩৪)নামে এক যুবককে আটক করেছেন পাহাড়তলী থানা পুলিশ।
রোববার (১৮ নভেম্বর) ভোরে তাকে গ্রেফতার করা হয় বলে জানান পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ।
আটককৃত মোহাম্মদ আশ্রাফুল ইসলাম প্রকাশ রনি প্রকাশ সাইফুল পটুয়াখালী জেলার গলাচিপা উলানিয়া এলাকার মো. রেজাউল করিম প্রকাশ সোহেল রানার ছেলে।
ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাগরিকা গরুবাজার এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি দেশি অস্ত্র উদ্ধার করে পুলিশ।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত