পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা

“প্রাতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধি করি, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি নিশ্চিত করি” এই প্রতিপাদ্য নিয়ে আগামী ২৪ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ নভেম্বর) সাড়ে ১১টায় সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিবার-পরিকল্পনা কমপ্লেক্সের মিলনায়তনে উপজেলা পরিবার পরিকল্পনা এ এ্যাডভোকেসি সভার আয়োজন করে। এই সভায় উপজেলা ওয়ারী পরিবার কল্যাণ ও প্রচার সপ্তাহের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

এ্যাডভোকেসি সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো, কামাল উদ্দীন, নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি, নারী ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী, উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্সের টি.এস ডাঃ মো, সেলিম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা দ্বিতীয়ময় চাকমা, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, সূর্য হাসি ক্লিনিক হাসপাতাল ম্যানেজার সরওয়ারদী রাতুলসহ পরিবার পরিকল্পনা বিভাগের সকল এসএসিএমও, ফার্মাসিস্ট, এফপিআই, এফডব্লিউভি ও এফডব্লিউএ।

শেয়ার করুন