[caption id="attachment_33801" align="alignleft" width="339"]
আটক[/caption]
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পলাশে এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে আরিফ শিকদার নামে এক যুবককে আটক করেছে পলাশ থানা পুলিশ। আরিফ শিকদার উপজেলার ডাঙ্গা ইউনিয়নের শান্তানপাড়া গ্রামের নুরুল শিকদারের ছেলে।
মঙ্গলবার (২০ নভেম্বর) দুপরে তাকে আটক করা হয়। পলাশ থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছে।
তিনি জানান, মঙ্গলবার সকালে ওই কিশোরীর বড় ভাই পলাশ থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করলে পুলিশ আরিফ শিকদারকে আটক করে। সে ওই এলাকার ক্যাপিটাল পেপার মিলের শ্রমিক। আরিফ শিকদার একই এলাকার এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এবং তাকে একাধিকবার ধর্ষণ করে।
বিষয়টি তার পরিবার জানতে পেরে থানায় অভিযুক্ত আরিফের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে আটক করে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত