[caption id="attachment_33844" align="aligncenter" width="648"]
চট্টগ্রামে তিন ছিনতাইকারী আটক[/caption]
চট্টগ্রাম : কোতোয়ালী থানা এলাকায় স্টেশন রোড থেকে ছিনতাই করার সময় তিন ছিনতাইকারীকে আটক করেছে কোতোয়ালী পুলিশ।
বুধবার (২১ নভেম্বর) ভোর ৪এার দিকে তাদের আটক করেছেন বলে জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
আটককৃত তিন ছিনতাইকারী হলেন- মো. নাজিম উদ্দিন (২২), মো. আব্দুল্লাহ বিন আলী আকবর চৌধুরী প্রকাশ আবু (২১) ও হৃদয় হোসেন সবুজ (২৪)।
মোহাম্মদ মহসীন বলেন, স্টেশন রোডের বানিয়াটিলা গলির মুখে ও পুরাতন রেল স্টেশন থেকে ছিনতাইকালে তিনজনকে আটক করা হয়। তারা পেশাদার ছিনতাইকারী। নগরীর নিউমার্কেট, স্টেশন রোড, কোতোয়ালী এ সব এলাকায় তারা নিয়মিত তারা ছিনতাই করে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত