

শংকর চৌধুরী (খাগড়াছড়ি) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য জেলা খাগড়াছড়ি ২৯৮ নং আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার পক্ষে প্রচার-প্রচারনার মাধ্যমে নৌকাকে জয়যুক্ত করার লক্ষে, খাগড়াছড়ি পৌর আওয়ামী লীগের উদ্যোগে নৌকার নির্বাচনী পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ নভেম্বর) বিকেলে শহরের কদমতলীস্থ দলীয় কার্যালয়ে) পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরার বলিষ্ঠ নেতৃত্বে বর্তমান সরকার খাগড়াছড়ির প্রত্যন্ত এলাকায় দৃশমান উন্নয়নের কথা তুলে ধরেন। খাগড়াছড়ি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ হোসেন বলেন, পার্বত্যঞ্চলের প্রত্যন্ত এলাকায় শেখ হাসিনা সরকারের এ উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে হলে আবারো জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরাকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে।
খাগড়াছড়ির তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার মাধ্যমে, এলাকার উন্নয়ন অব্বাহত রাখতে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির বিকল্প কেউ উল্লেখ করে এখন থেকেই প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সকল নেতাকর্মীকে সাথে নিয়ে উঠান বৈঠক করার প্রস্তুতি নেয়ার জন্য তিনি উপস্থিত সকলের প্রতি অনুরোধ জানান।
পরে, নৌকার নির্বাচনী পরিকল্পনা বিষয়ে উন্মুক্ত আলোচনায় বিভিন্ন দিক-নির্দেশনা মূলক বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের উপদেষ্টা মোঃ আলী, দরেন কুমার চাকমা, আব্দুর রব দেওয়ান, মোঃ আব্দুল ছালাম, সহ-সভাপতি সুভাষ শীল, উমেশ চাকমা, সাংগঠনিক সম্পাদক শিশির কান্তি দেওয়ান, মোঃ মোবারক হোসেন খাঁন, দপ্তর সম্পাদক বাবুল বিকাশ চাকমা, যুগ্ন-সম্পাদক বিহানু চৌধুরী ও শংকর চৌধুরী প্রমুখ।
এসময়, পৌর আ.লীগের আহম্মদ আলী, সদস্য জাহাঙ্গীর আলম দুলু, মোঃ আনোয়ার হোসেন, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হানিফ, ৩নং ওয়ার্ড সভাপতি মোঃ আজিজ উদ্দিন, ৪নং ওয়ার্ড সভাপতি মোঃ খলিলুর রহমান পাঠান, সাধারণ সম্পাদক বেরন চাকমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।