[caption id="attachment_33900" align="aligncenter" width="691"]
ইয়াবাসহ আটক মুন্না[/caption]
চট্টগ্রাম : ফটিকছড়ি উপজেলা সদরে ইয়াবা বিক্রির সময় ইয়াবা সম্রাট মুন্না (৩০) নামে একজন পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। মুন্না উপজেলার সুন্দরপুর ইউপি সাহবুদ্দিন মেম্বারের ছোট ভাই। (২১ নভেম্বর) দিনগত রাতে পুলিশের অভিযানে সে গ্রেফতার হয়।
খবর নিয়ে জানাগেছে, মুন্না পাইকারি মাদক বিক্রেতা। সে দীর্ঘদিন ধরে রাঙ্গামাটি, উপজেলার কুম্ভারপাড়া, নাজিরহাট বাজার, ঝংকার মোড়সহ উপজেলা সদরের ক্ষুদ্র ইয়াবা ব্যবসায়ীদের কাছে পাইকারি দরে ইয়াবা বিক্রি করে আসছে।
ফটিকছড়ি থানার সেকেন্ড অফিসার দেলোয়ার হোসেন গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মুন্নাকে গ্রেফতার করি সদর থেকে। তিনি বলেন, প্রথমে তার কাছে ১০ পিচ ইয়াবা পাওয়া যায়। পরে থানায় এনে জিজ্ঞাসাবাদের পর বাড়ীতে থাকা ২শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত