এতিম শিশুদের বিনোদনে এগিয়ে এলো চট্টগ্রাম উইম্যান চেম্বার

এতিম শিশুদের বিনোদনে এগিয়ে এলো চট্টগ্রাম উইম্যান চেম্বার

চট্টগ্রাম : এতিম শিশুদের বিনোদনে চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগ অত্যন্ত প্রসংশনীয়।

১২তম আন্তর্জাতিক উইম্যান এসএমই এক্সপো বাংলাদেশ প্রাঙ্গনে এতিম শিশুদের নিয়ে বিনোদন উৎসবে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম. এ. মালেক।

তিনি বলেন, আজ চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর এতিম শিশুদের বিনোদনের উদ্যোগ নিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা অন্যদের জন্য অনুকরনীয় হয়ে থাকলো। এভাবে সমাজে পিছিয়ে পড়া মানুষগুলোর জন্য যদি আমরা সম্মিলিতভাবে এগিয়ে আসি তাহলে সমাজে ধনী-গরীবের বৈষম্য কমে আসবে।

এতিম শিশুদের বিনোদনে এগিয়ে এলো চট্টগ্রাম উইম্যান চেম্বার

চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির ভাইস-প্রেসিডেন্ট ও ১২তম আন্তর্জাতিক ওমেনস এসএমই এক্সপো বাংলাদেশ এর চেয়ারপার্সন ডা. মুনাল মাহবুব বলেন, আমরা আমাদের সামাজিক দ্বায়বদ্ধতার অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করেছি। এখন থেকে প্রতি বছর মেলায় একদিন সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের জন্য উন্মুক্ত থাকবে।

চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবিদা মোস্তফা অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা প্রদানের জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন ভবিষ্যতে আপনাদের সহযোগিতা পেলে আরো বৃহত্তর পরিসরে এই ধরনের অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ গ্রহণ করবো।

এতিম শিশুদের বিনোদনে এগিয়ে এলো চট্টগ্রাম উইম্যান চেম্বার

শিশু উৎসব আয়োজনে সহযোগিতা করেন মাটি-টা, ডেনকেক, কোকাকোলা, এ্যাসেনসিয়াল, কোয়ালিটি আইসক্রীম, তাজনুর ফুড, খুলশী মাট, বাওয়া শিশু সদন, ঘাসফুল প্রাথমিক বিদ্যালয় বন্দর, তানজিমুল মুসলিমুন এতিমখানা, আলহাজ্ব সমধু মিয়া এতিমখানা, আলহাজ্ব সুলতান আহমেদ দেওয়ান এতিমখানা, তালিমুল কোরআন মাদ্রাসা।

শেয়ার করুন