রিমান্ড শেষে নিপুন ও রুমা কাশিমপুর কারাগারে

নিপুন ও রুমা

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট নিপুন রায় চৌধুরী ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমাকে রিমান্ড শেষে বৃহস্পতিবার (২২ নভেম্বর) রাতে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। এরআগে আদালতে তাদের জামিন চাইলে তা নামঞ্জুর হয়।

কাশিমপুর কারাগারের সুপার মোঃ শাহজাহান আহমেদ জানান, ঢাকা থেকে তাদের আদালতের মাধ্যমে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়। প্রিজন ভ্যানে করে বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাদের মহিলা কারাগারে নিয়ে আসা হয়।

গত ১৬ নভেম্বর বিএনপি অফিসের সামনে সংঘর্ঘের ঘটনায় পল্টন থানায় করা মামলায় ঢাকা মহানগর হাকিম সত্যব্রত সিকদার প্রত্যেকের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

পাঁচদিনের রিমান্ড শেষে তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেছিলেন তদন্তকারী কর্মকর্তা।

অন্যদিকে নিপুন-রুমার আইনজীবীরা তাদের জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।