হাফিজুর রহমান (টাঙ্গাইল) : আসন্ন একাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে যারা লড়বেন, তাদের মনোনয়নের চিঠি দেওয়া শুরু করেছে আওয়ামী লীগ।
রোববার (২৫ নভেম্বর) সকাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই চিঠি
বিতরণ করা হচ্ছে। যারা নির্বাচনের টিকিট পেয়েছেন, তাদেরই এ চিঠি দেওয়া হচ্ছে। অনানুষ্ঠানিকভাবে মনোনীত প্রার্থীদের চিঠি দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
এরমধ্যে ঢাকা বিভাগের টাঙ্গাইলের আটটি আসনে যারা নৌকার টিকেট পেয়েছেন তারা হলেন-
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) সাবেক খাদ্য মন্ত্রী বর্তমান অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক , টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আতাউর রহমান খান, টাঙ্গাইল-৪ (কালিহাতী) হাছান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল-৫ (সদর) ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আহসানুল ইসলাম টিটু , টাঙ্গাইল-৭ (মির্জাপুর) একাব্বর হোসেন, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য টাঙ্গাইলের ৮টি আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র কিনেন অনন্ত ৭৪ প্রার্থী। এরমধ্যে টাঙ্গাইল-১ আসনে ৪ জন, টাঙ্গাইল-২ আসনে ১৭ জন, টাঙ্গাইল-৩ আসনে ১১ জন, টাঙ্গাইল-৪ আসনে ৫ জন, টাঙ্গাইল-৫ আসনে ৭ জন, টাঙ্গাইল-৬ আসনে ১৩ জন, টাঙ্গাইল-৭ আসনে ৬ জন ও টাঙ্গাইল-৮ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেন ১১ জন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত